সিরাজদিখানে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন 

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ)  প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ১৯:০৮ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ১৭:৪০

যথাযোগ্য মর্যাদায় মুন্সিগঞ্জ সিরাজদিখানে  আজ শনিবার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে সিরাজদিখান উপজেলা পরিষদ চত্তর প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুস্পার্ঘ্য অর্পণ করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম তানভীর, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ,সাথী সমাজকল্যান সংস্থাসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের  নেতৃবৃন্দ । 

এদিকে দিবসটি উপলক্ষে সকাল ৮টায় উপজেলা সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে  বিভিন্ন স্কুল , সংগঠনের উদ্যোগে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। এছাড়া দিনভর সিরাজদিখানের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত