সিরাজদিখানে সাম্প্রদায়িকতা বিরোধী গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ১৫:৩১ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১১:২৮
সিরাজদিখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার সাম্প্রদায়িকতা বিরোধী গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে সিরাজদিখান হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ শাখা। আজ শনিবার সকাল ১০টায় সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে অনুষ্ঠিত গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল বক্তারা বলেন, বাংলাদেশ কখনোই একটি সাম্প্রদায়িক রাষ্ট্র ছিলো না। একটি চিহ্নিত গোষ্ঠী আজ দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর পাঁয়তারা করছে। তারা নানাস্থানে সংখ্যালঘু বিভিন্ন ধর্মীয় জাতি-গোষ্ঠীর ওপর নির্যাতন চালাচ্ছে। এসব অপকর্মের হোতাদের বিচারের সম্মুখীন ও আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী রাজনীতি বন্ধ করতে হবে। একটি অসাম্প্রদায়িক ও রাজাকারমুক্ত বাংলাদেশ আমাদের সকলের প্রত্যাশা। সরকারকে এ দাবির সঙ্গে একমত পোষণ করে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।
সমাবেশে সিরাজদিখান উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ সভাপতি বিমল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন রাজবংশীর সঞ্চালনায় গোবিন্দ দাস পোদ্দার,জয়হরি মল্লিক, হরেকুষ্ণ দাস সুব্রত দাস রনক,আব্দুল মতিন হাওলাদার, ইকবাল হোসেন মৃধা,জ্ঞানদীপ ঘোষ, জয়ন্ত ঘোষ,ডাঃ রনবীর ঘোষ,আনিসুর রহমান রিয়াদ, এনসি কর্মকার, টেপু দে, সুরঞ্জন দত্ত, সুনীল পাল।
বক্তারা বলেন, আমরা যে লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম তা নষ্ট করার জন্যই আজ একদল দেশদ্রোহী ধর্মের লেবাস পরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। এদের বিচারের সম্মুখীন করতে হবে। পাশাপাশি সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করে রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সিরাজদিখান মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, সিরাজদিখান মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডা সভাপতি মাহমুদুল হাসান ঝন্টু,সিরাজদিখান সাবেক ছাত্রলীগ ফোরাম সভাপতি ইকবাল হোসেন মৃধা, সিরাজদিখান আওয়ামীযুবলীগ যুগ্মআহব্বায়ক মোঃ মাসুদ লস্কর আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে বলেন, বাংলাদেশে একসময় ঘরে ঘরে সা¤প্রদায়িক সম্প্রীতি ছিলো। এখন স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি কৌশলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল বানানোর পাঁয়তারা করছে। এদের সবার বিচার করতে হবে। সাম্প্রদায়িকতা বিরোধী গণঅবস্থান ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত