সিরাজদিখানে সাথী সমাজকল্যান সংস্থার বৃক্ষরোপণ 

  সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ১৮:৫৫ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ২২:৩৪

মুন্সিগঞ্জ সিরাজদিখানে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেছে স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠন সাথী সমাজকল্যান সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার দানিয়াপাড়া ডে অব ডেলিস রেস্তারার মাঠে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এতে আম, কাঁঁঠাল, পেয়ারা, মেহগনি ও নিম গাছের চারা রোপণ করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন সাথী সমাজকল্যান সংস্থার সভাপতি সুব্রত দাস রনক, আব্দুল রশিদ রতন, সাধারণ সম্পাদক লতা রানী মন্ডল, সাংবাদিক দেবব্রত দাস দেবু, সাংবাদিক গোপাল দাস হৃদয়,সাংবাদিক ইখতেয়ার, মোঃ আক্তারুজ্জামান দুলু, সাংবাদিক লতা রানী মন্ডল,মোঃ হারুণ অর রশিদ,মোঃ আক্কাস মিয়া,শেফালী বেগম,রমজান শেখ,মেহের আলী মেম্বার,মোঃ বাচ্চু সরকার,গোপাল দাস হৃদয়,মায়া রানী মন্ডল,ভালবাসা রাজবংশী,শাহিদা বেগম,নাজমা বেগম রফিক আহম্মেদসহ অনেকে।  

সাথী সমাজকর‌্যান সংস্থার সভাপতি সুব্রত দাস রনক বলেন, গাছ নানাভাবে মানুষের উপকার করে। ফল, ফুল, কাঠ, অক্সিজেন, ছায়া- এ সবকিছুই আমরা গাছ থেকে পাই। গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। একটি দেশের মোট ভূখন্ডের কমপক্ষে ২৫ ভাগ বনভূমি থাকা দরকার। বাংলাদেশের আছে মাত্র ১৭.৫ ভাগ। দিন দিন তা কমে আসছে। শুধু রোহিঙ্গাদের বসবাস করতে দিয়ে ৪ হাজার একর জায়গার বনভূমি উজাড় হয়েছে। গাছের সংখ্যা কমে যাওয়ায় আবহাওয়ার আচরণ বদলে গেছে। গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম পড়ে। কৃষি উৎপাদন হ্রাস পেয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে। পরিবেশ- প্রকৃতি বাঁচাতে গাছ লাগানোর বিকল্প নেই।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত