সিরাজদিখানে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা
প্রকাশ: ১৯ মে ২০২২, ১৫:৫৩ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১২:০৪
মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও সিরাজদিখান উপজেলা আওয়ামীরীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ, নারী ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুল হক, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, ডাঃ আঞ্জচুমান আরা, ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল করিম শেখ, ইউপি চেয়ারম্যান হাফেজ ফজলু, ইউপি চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল,রশুনিয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জয়ন্ত ঘোষ প্রমুখ। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ,সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত