সিরাজদিখানে যমুনা গ্রুপের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ১৮:২৬ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ০০:১২
মুন্সীগঞ্জে সিরাজদিখানে যমুনা গ্রুপের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারো অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া এ্যডভোকেট সালমা ইসলাম এমপি মহোদয়ের বাসভবন বকুলতলা গ্রামে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয় হয়। অনুষ্ঠানে স্থানীয় ১০হাজার মানুষের মাঝে শীতের উপহার হিসাবে কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা গ্রæপের চেয়ারম্যান এ্যাড. সালমা ইসলাম এমপি।
অনুষ্ঠানে মাসুদ করিম পাপ্পুর ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ দীন ইসলাম, মধ্যপাড়া ইউনিয়ন ২নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল হোসেন, মধ্যপাড়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান, মধ্যপাড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শামীম শেখ, মধ্যপাড়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মাহমুদ, মধ্যপাড়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ওমর ফারুক তালুকদার, মধ্যপাড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আবু বকর খান, মধ্যপাড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শাহবুদ্দিন খান, মধ্যপাড়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য জাকির হোসেন বেপারী, মধ্যপাড়া ইউনিয়ন সংরক্ষিত ইউপি সদস্য হাসনা হেনা, মধ্যপাড়া ইউনিয়ন সংরক্ষিত ইউপি সদস্য রুবিয়া আক্তার, মধ্যপাড়া ইউনিয়ন সংরক্ষিত ইউপি সদস্য লুৎফা বেগম, মালখানগর ইউনিয়ন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আওলাদ হোসেন প্রমুখ। কর্মসূচিতে কম্বল উপহার পেয়ে উচ্ছাস প্রকাশ করেন উপকারভোগীরা। এদিকে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র সহ সবসময় সহযোগিতা অব্যাহত রাখার কথার জানান যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম এমপি।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত