সিরাজদিখানে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ০৭:৪৩ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৬:০৪
সিরাজদিখানে কেক কেটে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার বিকাল ৫টায় এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস এম কবির হোসেন, মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক। সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহমুদুল হাসান ঝন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান,ফাইজুল ইসলাম অপু,মোঃ আওলাদ হোসেন,মরিয়ম মালা, সুমন আহম্মেদ প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত