সিরাজদিখানে মিথ্যা মামলা দিয়ে ঘরের নির্মাণকাজ বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ১০:১৬ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২১:১০
সিরাজদিখান মধ্যপাড়া ইউনিয়নের কাকালদী গ্রামে ক্রয়কৃত জমির উপড় নির্মাণাধীন ঘরের কাজ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী অসহায় এক পরিবার।
সোমবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে ভুক্তভোগী মো. লিটন শেখ লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, তার পৈতৃক সম্পত্তিতে বসত ঘর তুলতে গেলে তার প্রতিবেশী রিপন শেখ তার ভাই লিটন ও তার স্বজনরা মিলে তাকে বাধা দেয় এবং ঘড় নির্মাণকাজ বন্ধ করার অপচেষ্টা চালায়। পরে তারা জমি দখলের চেষ্টা চালায়। এসবে তারা ব্যর্থ হয়ে অসত্য মিথ্যা মামলা করেন। আমার বাবা শাহজাহান শেখ প্রতিবেশী দিলু শেখের নিকট হতে কাকালদী মৌজার আরএস ১৮নং খতিয়ানের প্রায় ৭ শতাংশ নাল জমি ক্রয় করে পরে সেটি নামজারি ও খাজনাপত্র পরিশোধ করেন। নামজারি করে ভোগদখল করছেন। ৬ বছর পর হঠাৎ রিপন ও তার পরিবার ওই জমি দাবি করে আমাদের ঘড় উঠাতে বাধা দেয়। তাদের কোন কাগজপত্র নেই।
এ বিষয়ে আমি ২৯ জুলাই সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করি। রিপন, লিটন.স্বপন, সুমন মুন্সীগঞ্জ বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করলে আদালতের নির্মান কাজের বন্ধের নির্দেশে না থাকলেও থানা পুলিশ তার ঘড় নির্মাণকাজ বন্ধ করে দেয়। বর্তমানে তার ক্রয়কৃত সরঞ্জাম ও অন্যান্য মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। শুধু হয়রানি করার লক্ষ্যে রিপণ গং মিথ্যা মামলা দিয়ে তার বাড়ি নির্মাণের কাজ বন্ধ করে রেখেছে। ঘড় নির্মাণ করতে গিয়ে তার বসতঘরটি ভেঙে ফেলায় পরিবার-পরিজন নিয়ে একটি জরাজীর্ণ কক্ষে মানবেতর জীবনযাপন করছেন। বর্তমানে কাজ করতে না পারলে আসন্ন বর্ষা মৌসুমে অন্যের বাড়িতে, না-হয় আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নিতে হবে। ফলে এই সংবাদ সন্মেলনের মাধ্যমে মিথ্যা মামলা ও হয়রানি থেকে রক্ষায় আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। সংবাদ সন্মেলনে আরও উপস্থিত ছিলেন শাহজাহান শেখ,আব্দুল আলীম,শেখ জয়নাল, বাবু শেখ। এদিকে অভিযুক্ত রিপন শেখ বলেন, আমি ওই জায়গার জন্য আদালতে পিয়ানসিয়ান (অগ্রক্রয়) করেছি। তাই ওই জমিতে ঘড় উঠাতে বাধা দিয়েছি।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত