অবৈধ প্রেমের জেরে
সিরাজদিখানে মামলা উঠিয়ে নিতে প্রাননাশের হুমকি
লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৬:২১ | আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১৯:৫১
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার উত্তর রাঙ্গামাটিয়া গ্রামের নাছিমা বেগম (৪০) ও তার ছোট ছেলে জুনায়েদকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে চলা অবৈধ প্রেমের জেরে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন ডালিম শেখের স্ত্রী নাছিমা বেগম । এ ঘটনায় আজ বুধবার সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ হয়েছে।
নাসিমা বেগম জানান, তার স্বামী ডালিম শেখের সাথে বৃষ্টি নামে এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের বিষয়টি তিনি জানতে পারার পর থেকেই পরিবারে অশান্তি বৃদ্ধি পায়। সম্প্রতি সেই সম্পর্ককে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতে দায়ের করা মামলাটি তুলতে সহিদের স্ত্রী বৃষ্টি,মতিন শেখের ছেলে রিফাত,নাহিদ ও মতিনসহ বিভিন্ন লোকের মাধ্যমে চাপ সৃষ্টি করা হচ্ছে। মামলাটি তুলে না নিলে ছোট ছেলে জুনায়েদকে প্রানে মেরে ফেলার হুমকি দেওয়ার পাশাপাশি মোবাইল ফোনে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।
নাসিমা বেগম আরও বলেন, মোবাইল ফোনে বারবার হুমকি দেওয়া হচ্ছে মামলা তুলে না নিলে আমাকে ও আমার ছোট ছেলে জুনায়েদকে মেরে ফেলবে। এমনকি টাকা না দিলে বিভিন্নভাবে হয়রানির হুমকি দিচ্ছে।
এ ঘটনায় নাসিমা বেগম স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করেছেন এবং শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এলাকাবাসীর দাবি, অবৈধ সম্পর্কের জের ধরে একটি পরিবারকে ভয়ভীতি ও চাঁদাবাজির মাধ্যমে চরম নির্যাতনের মধ্যে ফেলা হচ্ছে, যা উদ্বেগজনক। বিষয়টি নিয়ে অভিযুক্ত বৃষ্টি ও অন্যান্যদের সাথে মোবাইল ফোনে যােগাযোগের চেস্টা করলে তারা কথা বলতে রাজি হয়নি।
এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি মোঃ আবুবকর বলেন,লিখিত অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা এ ধরনের হুমকিমূলক আচরণের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত