মুন্সীগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৭:৪৩ |  আপডেট  : ২৬ নভেম্বর ২০২৫, ১৯:১২

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় সরকারি লৌহজং কলেজ মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রদর্শনী ও সমাপ্তি অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন। উপজেলা প্রাণী সম্পাদক সম্প্রসারণ কর্মকর্তা ডা. জয় সরকার ইমনের সঞ্চালনায় সভাপতি হিসেবে স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আবাসিক) মেডিকেল অফিসার ডা. বেবী নাজনীন সোহানা, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো ইউসুফ ভূইয়া, নির্বাচন কর্মকর্তা জীবন ইবনে মাসুম, লৌহজং কলেজের অধ্যক্ষ মুজাম্মেল হক, উপাধ্যক্ষ সহিদুর রহমান শিকদার, বিশিষ্ট খামারি হিসেবে বক্তব্য রাখেন ওমর ফারুক অবাক।

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার অর্ধশতাধিক খামারি উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা প্রাণিসম্পদের স্টলগুলো ঘুরে দেখেন। 

উল্লেখ্য, প্রদর্শনীতে ২৭টি স্টলে উন্নত জাতের গরু, ছাগল, মহিষ, পশুপাখি, পশুখাদ্য, দুগ্ধজাত খাবার ও পশু চিকিৎসার ওষুধ প্রদর্শন করা হয়।  প্রদর্শনীতে চার ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়৷ প্রযুক্তিতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার, ডেইরি ক্যাটাগরিতে নুর ইসলাম এগ্রো, ফ্যটোনিং ক্যাটাগরিতে তোফাজ্জল, ছাগল ক্যাটাগরিতে কুদ্দুস আলী গোট ফার্ম প্রথম হয়েছে৷

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত