সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ২১:২১ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:২০

মুন্সিগঞ্জ সিরাজদিখানে ২টি দোকানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১৪ফেবব্রুয়ারী) উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজারে এলাকার দুইটি দোকানে বিক্রির জন্য রাখা পণ্যে প্লাস্টিক বস্তায় চাউল বিক্রয় নিষিদ্ধ মজুত রাখার কারণে এসব জরিমানা করা হয়। 

সিরাজদিখান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তারের নেতৃত্বে এবং সিরাজদিখান থানা পুলিশের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে খুচরা ও পাইকারী চাউল বিক্রেতা রামানন্দ দাসকে ৫ হাজার টাকা এবং রাধা কুন্ডুকে ৫ হাজার টাকা মোট ১০০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নিযুক্ত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তারের বলেন, পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইণ ২০১০ ইং এর ৫৩ এর ৪(১৪) ধারা অনুযায়ী আজ সোমবার বিকালে দুইটি প্রতিষ্ঠানকে এই অর্থদন্ড প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত