সিরাজদিখানে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পুনরেকত্রীকরণ সিবিও  বিশেষ সভা অনুষ্ঠিত

  সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ১৮:৫১ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৫:০০

সোশাল ইকোনমিক রিইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগ্রেট ওয়ার্কার্স অব বাংলাদেশ- ব্র্যাক মাইগ্রেশন  প্রত্যাশা প্রকল্পের  প্রোগ্রামের আওতায় 'সিরাজদিখান উপজেলার 'নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ' কার্যক্রম পরিচালনায় সিবিও রেজিস্ট্রেশন ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা সারে ১১টায় সিরাজদিখান দানিয়াপাড়া ডেল অব ডেলিস রেস্তোরা হলরুমে  সিরাজদিখান মাইগ্রেশন ফোরাম সভাপতি আব্দুস সালাম মনুর সভাপতিত্বে ও মাইগ্রেশন ফোরাম সাধারণ সম্পাদক সুব্রত দাস রনকের  সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ডিস্ট্রিক ব্র্যাক ম্যানেজার মোহিফুল কবির সায়মন।  ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেক্টর স্পেশালিষ্ট শারমিন আক্তার শীলার স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ সভায় উপস্থিত ছিলেন  মোঃ আক্তারুজ্জামান দুলু, সাংবাদিক লতা রানী মন্ডল,মোঃ হারুণ অর রশিদ,মোঃ আক্কাস মিয়া,শেফালী বেগম,রমজান শেখ,মেহের আলী মেম্বার,মোঃ বাচ্চু সরকার,গোপাল দাস হৃদয়,মায়া রানী মন্ডল,ভালবাসা রাজবংশী,শাহিদা বেগম,নাজমা বেগম প্রমুখ । বিশেষ সভায় ইউপি সদস্যবৃন্দ বিদেশ হতে ফেরত বেশকিছু জনসাধারন উপস্থিত ছিলেন।  

বিশেষ সভায় প্রধান অতিথি বলেন, ব্র্যাক প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের আন্তর্জাতিক মানের এই সংস্থা অনিয়মিতভাবে বিদেশগমণ রোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। মুজিববর্ষের আহবান-দক্ষ হয়ে বিদেশ যান এই কথাগুলো উপলব্দি করে আমাদেরকে আরো দক্ষ ও যোগ্য জনশক্তি তৈরি করে, বিদেশে গমন করলে কোন অভিবাসি ক্ষতি গ্রস্থ হবেন না। তাই দক্ষতা অর্জনপূর্বক বিদেশ গমণ নিশ্চিতে ফোরামের সবাইকে একসাথে কাজ করার আহবান করেন তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত