সিরাজদিখানে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা প্রশাসকের হেলথ কার্ড ও কৃষকের মাঝে পাটের বীজ বিতরণ
প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০৮:৩৮ | আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩১
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে হেলথ কার্ড ও কৃষকের মাঝে পাটের বীজ বিতরণসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ এবং দপ্তর পরিদর্শন করেছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আবুজাফর রিপন। বৃহস্পতিবার বেলা বেলা ১১টায় উপজেলা পরিষদ মুক্তি যোদ্ধা মঞ্চ থেকে এই হেলথ কার্ড ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আবুজাফর রিপন বিপিএএ।
উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ অস্থায়ী চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ শুভ্র, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত