সিরাজদিখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৫ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০১:৫৩
মুন্সিগঞ্জ সিরাজদিখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম নাদিম দেওয়ান (১২)। সে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদী গ্রামের মোঃ নাছির দেওয়ানের ছেলে এবং ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র। আজ বোববার দুপুর সারে ১২টার দিকে পশ্চিম শিয়ালদী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়,বোবার সকালে কুল বড়ই রোদে শুকাতে চাচার টিন খাঠের ঘড়েরর চালে উঠলে ঘড়ের চালে থাকা অবস্থায় হঠাৎ সে বিদ্যুতায়িত হয়। অনেক সময় ধরে নাদিমের খোজ খবর না পাওয়ায় দুপুর সাওে ১২টার দিকে নিহত নাদিমের মেঝ ভাই মোঃ নাঈম দেওয়ান তার চাচার ঘড়েরর চালে নাদিমকে পরে থাকতে দেখে তাকে ওঠাতে গেলে তাকে স্পর্শ করা মাত্রই নাদিমকেও বিদ্যুৎ সট করে। এ সময়ে নাইমের চিৎকারে তার বাড়ির লোকজন এসে পরে নাদিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাদিমকে মৃত বলে ঘোষণা করে। সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত