সিরাজদিখানে বার্ষিক নামযজ্ঞানুষ্ঠান ও উৎবে ব্র্যাকের মাস্ক বিতরণ
প্রকাশ: ৭ মার্চ ২০২২, ১০:১২ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১১:১৭
মুন্সিগঞ্জ সিরাজদিখানে বিশ্বের সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় সিরাজদিখান সন্তোষপাড়ায় বার্ষিক ৫৬ প্রহল নামযজ্ঞানুষ্ঠান ও উৎসবে শ্রী শ্রী গৌর নিতাই মন্দির কমিটিরর জন্য সিরাজদিখান ব্র্যাক অফিসের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। সোমবার রাতে শ্রী শ্রী গৌর নিতাই মন্দির কমিটির নিকট ১হাজার পিস মাস্ক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট আবু সাঈদ, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির অবৈতনিক সম্পাদক ডাঃ রনবীর ঘোষ,শ্রী শ্রী গৌর নিতাই মন্দির কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত ঘোষ , ব্র্যাক এলাকা ব্যবস্থাপক (দাবি) নৃপেন মন্ডল, ব্র্যাক এলাকা ব্যবস্থাপক উজ্জ্বল মন্ডল (প্রগতি), ব্র্যাক শাখা ব্যবস্থাপক সোহেল রানা, (দাবি), শখা ব্যবস্থাপক (বিসিইউ) মোঃ মিলন মিয়া উপস্থিত ছিলেন। ব্র্যাক এলাকা ব্যবস্থাপক (দাবি) নৃপেন মন্ডল বলেন, সার্বজনীন সন্তোষপাড়া শ্রীশ্রী গৌড় নিতাই মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্ম প্রাণ ভক্ততের মহামিলন মেলায় সন্তোষপাড়া শ্রী শ্রী গৌড় নিতাই মন্দিরে বার্ষিক নামযজ্ঞানুষ্ঠান ও উৎবে ব্যবহারযোগ্য পরিবেশ বান্ধব সুতি মাস্ক বিতরণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত