সিরাজদিখানে বাবারবাড়ি যাওয়ার পথে কন্যাসহ ১০ দিন ধরে নিখোঁজ গৃহবধূ

  লতা মন্ডল, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২১, ১৮:৩৪ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯

শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ি উদ্দেশে রওনা হওয়ার পর গত ১০ দিনেও সন্ধান মেলেনি গৃহবধূ রিম্পা বিশ্বাসের(২৬)। তার সঙ্গে থাকা মেয়ে ঋিত্বিকা বিশ্বাসেরও(৪)  কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পরিবার।

এদিকে  প্রবাসী ছেলের স্ত্রী ও নাতনীর খোঁজ না পেয়ে পাগল প্রায় মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষিবিলাশ  গ্রামের অঞ্জয় বিশ্বাস(৬৫)। অঞ্জয় বিশ্বাস জানান, তার ছেলে বউ রিম্পা বিশ্বাস (২৬), একমাত্র নাতনী ঋিত্বিকা বিশ্বাসকে (০৪) নিয়ে গত চার জুন তার বাড়ি থেকে বাবার বাড়ি লৌহজং উপজেলার হলুদিয়া গ্রামের উদ্দেশে রওনা হন। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের কাছে থাকা মোবাইল বন্ধ পাওয়া গেছে। অঞ্জয় বিশ্বাস জানান, তিনি তার আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজখবর নিয়েও তাদের সন্ধান পাননি। এ বিষয়ে তিনি সিরাজদিখান থানায় একটি জিডি করেছেন। পুলিশ তাদের খুঁজে পাওয়ার বিষয়ে এখনও কোনো ইতিবাচক তথ্য দিতে পারেনি বলে জানান তিনি। এমনকি তাদের ভাগ্যে কী ঘটেছে তাও নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক(ওসি তদন্ত) মোঃ কামরুজ্জামান জানান, আমরা জিডির সূত্র ধরে খোঁজাখুঁজি করছি। এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত