সিরাজদিখানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের দিনব্যাপী প্রচারণা ও লিফলেট বিতরণ

  লতা মন্ডল

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৪, ১১:৪১ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদের পক্ষে বাজারে বাজারে, দোকানে দোকানে ঘরে-ঘরে গিয়ে ভোট চাইলে সিরাজদিখান উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের দলীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী ইছাপুরা চৌরাস্তা বাজারে মানুষের দ্বারে-দ্বারে যান এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরেন তারা। এসময় নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং নৌকা মার্কার পক্ষে মিছিল করেন উপস্থিত নেতৃবৃন্ধ । এসময় আবুল কালাম আজাদ,সুব্রত দাস রনক, পিউস দিপক প্রিরিজ,দীনেশ মন্ডল, মোঃ সুফিয়ান মিয়া,মোঃ জুলহাস শেখ,নূর ইসলাম, আব্দুর রশিদ রতণ,মোশারফ হোসেন তালুকদার,এবায়দুল হক বাদল,সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রচারণকালে সিরাজদিখান উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ভোটারদের উদ্দেশ্যে বলেন, নৌকা মানেই শেখ হাসিনার উন্নয়ন। নৌকা মানেই বাংলাদেশের মানুষ উন্নতি। তাই সব নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে হবে। নৌকার বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। কারণ নৌকা হল জনগণের আস্থার প্রতীক এবং মুন্সীগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী একজন আদর্শ ব্যক্তি।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত