সিরাজদিখানে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান
প্রকাশ: ১ মে ২০২১, ১৫:০৮ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনারর পক্ষ থেকে সিরাজদিখানে করোনায় ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ শনিবার(০১ মে) বেলা ১১টায় মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হয়ে এই সহায়তা প্রদান করেন সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সাবেক অর্থ সম্পাদক ও মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ ।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, দৈনিক ভোরের কাগজ সিরাজদিখান প্রতিনিধি দেবব্রত দাস দেবু,দৈনিক করোতোয়া সিরাজদিখান প্রতিনিধি আব্দুল রশিদ রতণ,ইউসুফ আলী,মোঃ দিপু,মোঃ আলাউদ্দিন,মধ্যপাড়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান পারভীন বেগম,মধ্যপাড়া ২নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল হোসেন, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ সচিব খোকন বসু । অনুষ্ঠানে ৫শ জনকে ৫০০ টাকা করে মানবিক সহায়তা বিতরণ করা হয়। পবিত্র ঈদুল ফিতর ও রমজান মাস উপলক্ষে মধ্যপাড়া ইউনিয়নে ২ লাখ ৫০ হাজার টাকা ৫০০ জন মানুষকে মানবিক সহায়তা বিতরণ করা হবে বলে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত