সিরাজদিখানে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন

  লতা মন্ডল.সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ১৪:৩৬ |  আপডেট  : ১২ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনারর পক্ষ থেকে সিরাজদিখানে করোনায় ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার(২৮ এএপ্রিল) দুপুরে রশুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ। 

সিরাজদিখান উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা,রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,রশুনিয়া ইউনিয়ন পরিষদ সচিব অরুপ নারায়ন দত্ত। অনুষ্ঠানে ৫শ জনকে ৫০০ টাকা করে মানবিক সহায়তা বিতরণ করা হয়। 

পবিত্র ঈদুল ফিতর ও রমজান মাস উপলক্ষে রশুনিয়া ইউনিয়নে ২ লাখ ৫০ হাজার ৫০০ জন মানুষকে মানবিক সহায়তা বিতরণ করা হবে বলে রশুনিয়া ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত