সিরাজদিখানে প্রধানমন্ত্রীর দেয়া ঘরে ঠাঁই হলো ৫ পরিবারের

  সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২২, ১৫:৩৪ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ০৫:০৯

মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলায়  আশ্রয়ণ -২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে  তৃতীয় ধাপে মাননীয়  প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ঠাঁই হলো আরো ০৫টি পরিবারের। আজ বৃহস্পতিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সারাদেশে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধনের পর এ উপজেলার ০৫টি পরিবারের হাতে দুই শতাংশ জমির দলিল ও ঘরের চাবি  হস্তান্তর করা হয়। 

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে জমির দলিল ও ঘরের চাবি  হস্থান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ,  ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ ,মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন, সহকারী কমিশনার ভূমি তাসনিম আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, লতব্দী ইউপি চেয়ারম্যান হাফেজ ফজলুল হক, সাংবাদিক গোপাল দাস হৃদয়, উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন  প্রমুখ।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত