সিরাজদিখানে পাথরঘাটা মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৪ মার্চ ২০২৪, ১৩:৫৭ |  আপডেট  : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:০৬

সিরাজদিখানে পাথরঘাটা মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মুন্সিগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মহিউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব এডভোকেট আবুল কাশেম, সিরাজদিখান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মিজানুর রহমান ভূঁইয়া প্রমুখ। অতিথি হিসেবে আরও উপস্হিত ছিলেন  বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সম্মানিত পরিচালক ও মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু, বাসাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব তাইফুর আলম ডালু, রশুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন চোকদার, সাবেক পাট ও বস্ত্র মন্ত্রীর এপিএস এসএম নাফিস, ডা. আবুল কালাম আজাদ, অদ্রি এগ্রো ফুড এর এমডি জনাব আরমিস হাসান নাইম, কেয়াইন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জনাব আক্তারুজ্জামান জয় সহ স্কুলের পরিচালকবৃন্দ এবং এলাকার বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কারের পাশাপাশি অত্র এলাকার ডা. আবুল কালাম আজাদের অর্থায়নে জিগীর খাঁন-সখিনা বেগম মেধা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব টিটন আহমেদ খাঁন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক জনাব নাজমুল আলম।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত