সিরাজদিখানে পাওনা টাকা চাওয়ায় নারীকে হত্যার হুমকি, থানায় অভিযোগ

  সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫২ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৩

পাওনা টাকা চাওয়ায় এক নারীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার মালখানগর গ্রামের ফুরশাইল গ্রামের ওই নারী সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পুলিশ বিষয়টি নিষ্পত্তির জন্য বিবাদী পক্ষকে থানায় ডেকে পাঠালেও তারা কোনো সাড়া দেয়নি।

অভিযোগ ওই নারী বলেন,  বিগত দুই বছর পূর্বে মধ্যপাড়া ইউনিয়নের মৃত গোলাপের ছেলে লিয়াকত আলী মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের মাকসুদা বেগমের কাছ থেকে ব্যবসার জন্য ৯০ হাজার টাকা লাভ দিবে বলে হাওলাদ নেন। চলতি বছরের আগস্ট মাসে আমি আমার টাকা লাভসহ ফেরৎ চাইলে লিয়াকত আলী পাওনা টাকা দিতে গরিমসি করেন। বারবার টাকা চাওয়ায় লিয়াকত আলী আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন।

বৃহস্পতিবার( ৫আগস্ট ) টাকা চাইতে গেলে অভিযোগের আসামী হ্মিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এসময গালিগালাজ করিতে বাঁধা দিলে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয় ।

ভুক্তভোগী মাকসুদা বেগম বলেন, আমি আমার পাওনা টাকা চাইলে সে একপর্যায়ে উত্তেজিত হয়ে আমার উপর ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, নানা ধরনের হুমকি দিয়ে পাওনা টাকা ফেরৎ দেবে না বলে। আর পাওনা টাকা ফেরত চেয়ে পুনরায় যোগাযোগ করার চেষ্টা করলে আমাকে খুন জখম করার হুমকি দেয়। বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। তাই আমি চিন্তিত হয়ে নিজের নিরাপত্তা জন্য থানায় আইনের  আশ্রয় গ্রহণ করেছি।

সিরাজদিখান থানা ভারপ্রাপ্ত ওসি মোঃ মোক্তার হোসেন  জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত