সিরাজদিখানে পলাতক আসামী গ্রেফতার
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ১৯:৫৮ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১১:১৬
মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১৮ নভেম্বর সন্ধ্যা ৬ টায় অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন, এর এর দিকনির্দেশনা এসআই শাহিন আহমেদ নয়ন এর নেতৃত্বে সঙ্গীয় এসআই আশ্রাফ কামাল এএসআই এমরান এএসআই সজিবসহ ফোর্স উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর বাজারে অভিযান চালিয়ে পলাতক আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আল-আমীন (৩০) উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর দক্ষিণপাড়া (নামা বালুচর) গ্রামের মৃত নুরুল ইসলাম এর ছেলে।
এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ বোরহান উদ্দিন, জানান উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত আল-আমীন কে গ্রেফতার করি।আসামীকে ১৯ নভেম্বর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত