সিরাজদিখানে দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে প্রাণ হারালেন প্রতিবেশী বৃদ্ধ
প্রকাশ: ২০ জুন ২০২৩, ১৭:২৭ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ২৩:১৩
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই সহোদরের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রাণ হারালেন আরব আলী (৭০) নামে এক বৃদ্ধ।
মঙ্গলবার ২০ জুন সকাল সাড়ে ৮ টায় উপজেলার লতব্দী ইউনিয়েনর পুরান ভাষানচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরব আলী পুরান ভাষানচর এলাকার মৃত নওয়াব আলীর পুত্র।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক জানান, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,মঙ্গলবার সকালে পুরান ভাষান চর এলাকায় মৃত বিল্লত আলীর দুই পুত্র হক মিয়া(৬০) ও মো.কাদের আলী (৬৫) এর সাথে জমিসংক্রান্ত বিরোধের জেড়ে সকালে দুই ভাইয়ের মধ্যে মারামারি হয়,। এ সময় প্রতিবেশী আরব আলী (৭০) থামাতে গেলে তার ঘাড়ে লাঠির আঘাত লাগে। প্রতিবেশীরা দ্রুত সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা.মৃত ঘোষনক করেন। ওসি আরো জানান বর্তমানে পরিস্থিতি শান্ত আছে, লাশ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত