সিরাজদিখানে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী
প্রকাশ: ৫ জুন ২০২১, ১৫:০৯ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৯:০৬
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় শনিবার দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ ভেটেনারি হাসপাতালের আয়োজনে উপজেলার মালখানগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ২০২১ প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলা। আজ ৫ জুন (২০২১) শনিবার সকাল ১১ টায় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহি অফিসার সৈয়দ ফজেুল ইসলামের সভাপতিত্বে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শবনম সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমদ,ডাঃ জান্নাতুন নাহার,হাজী আব্দুল করিম শেখ,ওসি কামরুজ্জামান,সামসুল হক, এস এম সোহরাব হোসেন,সুবীর চক্রবর্তী, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,শফিউদ্দিন হাওলাদার,আনিছুর রহমান মৃধা,মাসুদ খান। শুরুতেই প্রদর্শনী ও মেলার আমন্ত্রিত অতিথিদের প্রদর্শনী পরিদর্শন, আসন গ্রহণ শেষে পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলোয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য ভিডিও প্রদর্শনী এবং খামারিদের বক্তব্যে প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর শুভ সূচনা হয়। উক্ত মেলায় উপজেলার খামারিদের অংশ গ্রহণের বিভিন্ন উন্নত জাতের পশুপাখি, ছাগল, কবুতর, প্রানী প্রযুক্তিসহ বৈচিত্রময় উপভোগ্য প্রদর্শনীযোগ্য স্টল ছিল।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত