সিরাজদিখানে টিসিবি’র পন্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন
প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৯:৪১ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১০:০০
পবিত্র রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার টিসিবি কতৃক স্বল্পমূল্যে পন্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভর্তুকিমূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি’র) পন্য বিক্রয় কার্যক্রম রবিবার সকাল ১০ টার দিকে শুভ উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও মালখানগর ইউনিয়ন পরিষদের সহযোগীতায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও অতিরিক্ত সচিব এ,কে,এম মাসুদুজ্জামান।
গোড়াপীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ। এ সময় আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, মালখানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানজিদা আক্তারসহ অনেকে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত