সিরাজদিখানে জোর করে জমি দখল ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, ১৯:৫৯ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৪:০২
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ব্যক্তি মালিকানা জায়গায় জোর করে জমি দখল ও সন্ত্রাসী কাদায় রাস্তা নির্মাণ চেষ্টায় বাধা প্রদান করায় দুই সহোদরকে পিটিয়ে রক্তাক্ত জখম করে আহত করার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার বিকাল সারে ৪টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের উত্তর চাইনপাড়া সড়ক এলাকায় সবর্স্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জৈনসার ইউপি সাবেক সদস্য আবু সাইদ মাদবর।
ভূমিদস্যু ও সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মফলজ শেখ, নুজাহান বেগম, আমির হোসেন, বর্ণা আক্তার, পাখি আক্তারসহ আরো অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, চাইনপাড়া গ্রামের আলী আকবরসহ চিহ্নিত সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে উত্তর চাইনপাড়া এলাকার লোকদের জিম্মি করে রেখেছেন। তারা জোরপূর্বক অন্যের পৈত্রিক সম্পত্তি নিজেদের স্বার্থে দখল করে নিচ্ছে। কেউ তাদের প্রতিবাদ করলে জানে মারার হুমকি দেন। প্রসঙ্গত, গত ২০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৭টায় ব্যক্তি মালিকানা জায়গায় জোরপূর্বক ভেকু দিয়ে রাস্তা নির্মাণ করতে গেলে বাধা দেওয়ায় নুুরুজ্জামান শেখ ও তার ভাই টিটু শেখহস তার পরিবারের ৫জন সদস্যকে পিটিয়ে রক্তাক্ত যখম করে। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই হামলার ঘটনায় গত শুক্রবার রাতেই আলী আকবর হাওলাদার সহ ১৩ জনের নামে অজ্ঞাত আরো ৩৫ জনের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেছেন আহতের পরিবার। মানববন্ধনে বক্তারা হামলার ঘটনার আসামী ভূমিদস্যু আলী আকবর হাওলাদারসহ জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল করেন। পৈত্রিক সূত্রে বংশানুক্রমে বসবাস করছেন নুরুজ্জামান, শফিকুল ইসলাম, টিটু শেখ ও তাদের পরিবার। তাদের বাড়ির পাশে অনেক ফাকা জায়গা রয়েছে। তথাপি দুই মাস আগে হটাৎ একদিন তাদের বাড়ির ভেতর দিয়ে রাস্তা নির্মাণের জন্য মাপজোখ শুরু করলে তারা বাধা দেন এবং জমির একপাশ দিয়ে রাস্তা তৈরি করার প্রস্তাব দেন কিন্তু তাদের কথা শুনা হয়নি। বরং রাস্তা তৈরিতে আপত্তি দেওয়া ওইদিন আলী আকবরের নেতৃত্ব এবং তার ভাড়াকরা লোকজন দিয়ে মারধর করা হয়। ওই সময় জাতীয় সেবা ৯৯৯ এ কল করলেও পুলিশ আসলেও তারা রক্ষা পায়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত