সিরাজদিখানে গ্রাম পুলিশ বাহিনীর দায়িত্ব ও কার্যাবলী শীর্ষক প্রশিক্ষণ

  লতা মন্ডল

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ১৩:৩০ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ১৯:১৭

মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য দায়িত্ব ও কার্যাবলী শীর্ষক তিনদিনের প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। 

আজ সোমবার সিরাজদিখান উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১১১ জন গ্রাম পুলিশ সদস্যদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদের সভাপতিত্বে প্রশিক্ষণে ভার্চুয়াল ভাবে প্রধান অতিথি হিসেবে সংযোগে ছিলেন এনআইএলজির ঢাকা যুগ্মসচিব ও পরিচালক( প্রশিক্ষন-পরামর্শ) মোঃ সবুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনূল হাসান । 

উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) উম্মে হাবিবা ফারজানা, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র ।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত