সিরাজদিখানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৪ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ১৫:৩৪

যথাযথ মর্যাদায় ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জ সিরাজদিখানেও খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপিত হয়েছে। সিরাজদিখান শুলপুর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাধু যোসেপ গির্জায় সোমবার সকাল ৮টায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভায় পৃথিবীর সকল মানুষের মঙ্গল কামনা করা হয়। প্রার্থনা সভা পরিচালনা করেন ফাদার লিন্টু ডি কস্তা। নানা বয়সের খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ এতে অংশ নেয়। এ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যপস্থা জোরদার করা হয়েছে।

সিরাজদিখান শুলপুর গির্জার ফাদার  লিন্টু ফ্রান্সিস ডি কস্তা বিশ্বের সব খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বলেন, খ্রিস্ট ধর্মের প্রবর্তক মহামতি যিশুর এদিন মাটির এ ধরাধামে আবির্ভাব ঘটে। দুই হাজার ১৬ বছর আগে এদিনে জেরুজালেমের বেথেলহেম শহরের এক গরিব কাঠুরের গোয়ালঘরে কুমারী মাতা মেরির গর্ভে জন্ম নেন যিশু।

খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য, সুন্দর ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য যিশু খ্রিস্টের জন্ম হয়। ধর্ম প্রবর্তকের জন্মদিনটিকে খ্রিস্ট ধর্মাবলম্বীরা তাই ধর্মীয় নানা আচার ও উৎসবের মধ্য দিয়ে উদযাপন করে। এটি তাদের প্রধান ধর্মীয় উৎসব। তাই আজ গোটা বিশ্বের মতো বাংলাদেশের খ্রিস্টান স¤প্রদায়ও নানা আনুষ্ঠানিকতায় পালন করছে তাদের সবচেয়ে বড় এ উৎসব।



 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত