সিরাজদিখানে কোটি টাকার জমি দখলের অভিযোগ

  সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১৯:১৬ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ১৩:৪৪

মুন্সীগঞ্জ সিরাজদিখান ইছাপুরা এলাকার টেংগুরিয়াপাড়া গ্রামের মৃত খালেক বেপারীর ছেলে রুহুল আমীন বেপারীর কোটি টাকার সম্পত্তি জবর দখলের চেষ্টা চালাচ্ছে প্রভাবশালীরা। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগ ও ভুক্তভোগী রুহুল আমীন বেপারীর জানায়, ইছাপুরা টেংগুরিয়াপাড়াপাড়া গ্রামের গনি সরদার ও মোস্তফা সরদারের কাছ থেকে রাস্তার পাশে থাকা রাজদিয়া মৌজার ১১০ খতিয়ানের ৭৮৭.৭৮৮নং দাগের ২৩ শতক ৩২ পয়েন্ট জমি সাবকবলা করে তাদের দুই ভাইয়ের নামে সাবকবলা নামে দলিল সম্পাদন করেন। দীর্ঘ ১০ বছর যাবৎ উক্ত জমি আমি রুহুল আমিন বেপারী ও আমার ভাই মোঃ মেজবা উদ্দিন শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। এ জমির জন্য আমাদের পতিপক্ষ পেনশস মামলা করলে দুটি রায় আমাদের পক্ষে আসে।

সম্প্রতি প্রতিবেশী সোহরাব হোসেন রতন ও তার ভাই দেলোয়ার হোসেন ভাড়াটে লোকজন নিয়ে আমাদের অসহায় দুই ভাইয়ের সম্পত্তি কয়েক দফায় জবর দখলের চেষ্টা চালায়। এ বিষয়ে তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হলে তারা আরও ক্ষিপ্ত হন। একপর্যায়ে রবিবার (১১ আগস্ট) ভোরে ওই জমিতে দোলোয়ার হোসেন ও তার লোকজন আমাদের ইট বালু দিয়ে তৈরী বাড়ির টিনসেট ঘড় ভেঙ্গে কাঠের বেড়া প্রাচীর ও ঘরবাড়ি নির্মাণের চেষ্টা করলে ভুক্তভোগীরা এতে বাধা দেন। এ সময় প্রতিপক্ষের আঘাতে বেশ কয়েকজন আহত হন। বিষয়টি থানায় জানানো হলে বর্তমানে থানায় পুলিশের কার্যক্রম না থাকায় আর্মি একটি দল উপস্থিত হয়ে দখলের কার্যক্রম দেখেন।

এদিকে জমি দখলের চেষ্টা ব্যর্থ হয়ে আবারো ওইদিন সন্ধ্যায় রুহুল আমিনের বাড়িতে হামলা চালিয়ে ঘরের জানালা-দরজারভেঙে ফেলে। এ বিষয়ে অভিযুক্ত দেলোযার হোসেন বলেন,আমরা ১৯৪৭ ইং সারে জমির মালিক ভাষানী শীলের কাছ থেকে আমার দাদা এই সম্পত্তি ক্রয় করেছেন। উত্তরাধিকার সূত্রে এই জমির মালিক আমরা,আমাদের নিকট দলিল রয়েছে। রুহুর আমীন ও তার ভাই ১০ বছর যাবৎ ওই জমি জোর করে দখলে রেখেছেন।

সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসরাম সুমন বলেন,  উদ্ভুত পরিস্থিতিতে আমাদের নিকট অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল আর্মি পরিদর্শন করেছেন, পরিস্থিতি স্বাবাবিক হলে উভয় পক্ষকে জমির কাগজপত্র নিয়ে থানায় হাজির হওয়ার জন্য বলা হয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত