সিরাজদিখানে কালী মন্দিরে মানব বিস্টা নিক্ষেপ করায় এক ব্যক্তি আটক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৬ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৬:৫৪
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় শেখরনগর কালী মন্দিরে মানব বিস্টা নিক্ষেপ করায় লিটন খান নামে এক ব্যক্তিকে আটক করেছে সিরাজদিখান শেখরনগর পুলিশ তদন্ত্র কেন্দ্র। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার শেখরনগর শ্রী শ্রী কালী মন্দিরে এ ঘটনা ঘটে। আটক লিটন খান(৫০) মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শ্রীধরপুর গ্রামের মোঃ আলাউদ্দিন খানের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল (শনিবার) রাতে উপজেলার শেখরনগর বাজারের কালী মন্দিরে ঢুকে মানবস্টিা ও বিভিন্ন বর্জ মন্দিরের ভেতর নিক্ষেপ করেন লিটন খান। মন্দিরে ঢুকে মানবস্টিা ও বিভিন্ন বর্জ নিক্ষেপের অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে উপজেলার শেখরনগর পুলিশ ফাঁড়িতে খবর দেয়। এরপর পুলিশ সেখান থেকে লিটনকে আটক করে সিরাজদিখান থানায় হস্থান্তর করে।
বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিরাজদিখান থানার ওসি মোঃ বোরহান উদ্দিন। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে জানিয়ে সিরাজদিখান থানার ওসি মোঃ বোরহান উদ্দিন বলেন এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত