সিরাজদিখানে কালী মন্দিরের প্রতিমা ভাংচুর
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ১৬:০৩ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ১০:১২
সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া গ্রামে শ্রী শ্রি কালী মন্দিরের প্রতিমা ভেঙে ফেলেছে সন্ত্রাসীরা।
গত শুক্রবার রাতে দানিয়াপাড়া শ্মশানঘাট মন্দিরে এ ঘটনা ঘটে। ভাঙচুরের ঘটনা ঘটায় এলাকা জুড়ে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে আতঙ্কের সৃস্টি হয়েছে। পরে সংবাদ পেয়ে আজ শনিবার সকালে মুন্সীগঞ্জ জেলার ডিসি কাজী নাহিদ রসুল, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন, মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) সুবীর দাস,সহকারি পুলিশ সুপার সিরাজদিখান সার্কেল মোঃ রাসেদুল ইসলাম, ওসি বোরহান উদ্দিন, সিরাজদিখান পূজা উদযাপন পরিষদ সভাপতি গোবিন্দ দাস পোদ্দার, মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, ডাঃ রনবীর ঘোষ,ইকবাল হোসেন চোকদার, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, প্রমুখ। সিরাজদিখান উপজেলা ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিরাজদিখান থানার ওসি মোঃ বোরহান উদ্দিন জানান, রাতের কোন এক সময় দুর্বৃত্তরা কালী মন্দিরে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে। সকালে স্থানীয়রা কালী প্রতিমাসহ আরো পাঁটি মূর্তির মাথা ভাঙ্গা দেখে পুলিশকে খবর দেয়। স্থানীয় প্রশাসন ঘটনা স্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় দানিয়পাড়া মন্দির কমিটির সভাপতি শ্যামল কুমার নাথ এ ঘটনা নিশ্চিত করেছেন। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গোবিন্দ দাস পোদ্দার জানান, প্রকৃত দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এসব অপকর্ম বন্ধ ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে অনুরোধ করা হচ্ছে। সহকারি পুলিশ সুপার সিরাজদিখান সার্কেল মোঃ রাসেদুল ইসলাম জানান, ঘটনাটি অত্যান্ত নেক্কারজনক। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত