সিরাজদিখানে এক ব্যক্তিকে কুপিয়ে জখম পরিবারে আতংক
প্রকাশ: ৫ জুন ২০২১, ১৯:১৬ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪:০৯
জমি সংক্রান্ত বিরোধের জেরে সিরাজদিখানের উপজেলায় এক ব্যক্তিকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছেন প্রতিপক্ষের লোকজন এতে তার পরিবারের লোকজন আতংকে রয়েছেন। গত বুধবার (০২ জুন) রাত ১১টায় উপজেলার বালুচর ইউনিয়নের কয়রাখোলা জসিমউদ্দিনের পুরাতন বাড়িরর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত মোঃ সাইদুর রহমান (৩৬) কে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরে ইউনিকেল জেনালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজদিখান থানার এস আই মোঃ মামুন মিয়া জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলার বালুচর ইউনিয়নের কয়রাখোলা গ্রামের সাইদুর রহমানের সঙ্গে একই গ্রামের মৃত কাসেমের ছেলে বরকত(৩২),জাহিদুল্লাহ(৩৮)ও জালালউদ্দিনের বিরোধ চলছে। সাইদুর রহমান গত বুধবার বিরোধপূর্ণ জমির পরিমাপ ও জরিপের লোকদের সাথে কথা বলতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেন। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বরকত ও তার চাচাত ভাই জাহিদুল্লাহসহ ৭/৮জন তাদের লোকজন নিয়ে সাইদুর রহমানকে একা পেয়ে ওই রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে চলে যান। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ওসি মুহাম্মদ বোরহান উদ্দিন বলেন, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত