সিরাজদিখানে ইউপি সদস্যের নেতৃত্বে কৃষকের বাড়ি ঘর ভাঙ্গচুরের অভিযোগ

  সিরাজদিখান (মুন্সগিঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪২ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৯

মুন্সীগঞ্জ সিরাজদিখানে ইউপি সদস্যের নেতৃত্বে কৃষক সদন কুমার দেবনাথের(৬৫) বাড়ি ঘর ভাঙ্গচুর করার অভিযোগ উঠেছে। গত সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দক্ষিন তাজপুর গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিন তাজপুর গ্রামের  মৃত সুনীল কুমার দেবনাথের ছেলে সদন কুমার দেবনাথের  ক্রয় সূত্রে দলিলকৃত ও  পৈত্রিক ওয়্যাড়িষকৃত জায়গা দীর্ঘদিন যাবৎ জোড় পূর্বক দখল করে আসছিলো রশুনিয়া ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহীন সরদার এবং এর বড় বোন মাহমুদা আক্তার ও তার স্বজনরা। এ বিষয়ে মুন্সীগঞ্জ কোর্টে ১৮৮/১২ অর্পিত মামলা চলমান রয়েছে। তাজপুর মৌজার উল্লেখিত জায়গায় সদন কুমার দেবনাথ ও তার পরিবারের ভোগ দখল রয়েছে। পূর্ব শত্রুতার জেরে সোমবার গত (০৫ আগস্ট) বিকালে ইউপি সদস্য শাহীন সরদারের নেতৃত্বে মাহমুদা আক্তার,জামালসহ প্রায় ৫/৬ জন লোক ধারালো অস্ত্র নিয়ে তার বাড়ি ঘর ভাঙ্গচুর করে পুকুরের পানিতে ফেলে দেয় এবং কৃষকের বৃদ্ধ বাবা সদন নাথকে ওঠানের মধ্যে ফেলে দিয়ে তার বাড়িতে থাকা লোকজনকে মারধর করে তাদের রান্না ঘড়,গরুর ঘড় ভাংচুর করে টিউবওয়েল কেটে নিয়ে চলে যায়।

কৃষক সদন কুমার দেবনাথের ছেলে শুভ দেবনাথ জানান, তারা অসহায় হতদরিদ্র মানুষ। মুরগী- গরু পালন করে সংসার পরিচালনা করেন। তার বাবাকে হত্যা চেষ্টা ও বাড়ি ঘর ভাঙচুরের সাথে জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করে প্রায়  লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।

অভিযুক্ত ইউপি সদস্য শাহীন সরদার জানান, অমি কোন ঘড় ভাংচুর করি নাই,আমি মানুষকে নিরাপত্তা দেই।এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি তদন্ত)মোঃ মুক্তার হোসেন জানান, আজ  বৃহস্পতিবার লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত