সিরাজদিখানে আমেরিকান প্রবাসীকে গুলি করে হত্যা

  লতা মন্ডল,সিরাজদিখান (মুন্সীগঞ্জ)প্রতিনিধি :

প্রকাশ: ১২ জুন ২০২১, ১৯:১৮ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৫

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাইকেল রোজারিও(৭২) নামে এক আমেরিকান প্রবাসীকে হত্যা করেছে তারই আপন ভাতিজা আমেরিকান প্রবাসী গেনেট রোজারিও(৫০)। শুক্রবার দিবাগত রাত ১২ টার সময় জেলার এক মাত্র খ্রীষ্টান পল্লী কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে এ ঘটনা ঘটে । এ ঘটনায় হত্যাকারী ভাতিজাকে একনলা বন্ধুক ও গুলিসহ  রাতেই গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ ।

পুলিশ ও স্থানীয়রা জানান,শুলপুর গ্রামের মাইকেল রোজারিও সাথে তার বড় ভাই মৃত বারেন রোজারিওর  ছেলে  গ্রেনেট রোজারিও সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল । এ নিয়ে দু’পক্ষের মধ্যে  একাধিক মামলাও চলছিল । চাচা-ভাতিজা উভয়ই ¯^পরিবারে আমেরিকায় বসবাস করেন । সম্পত্তি বিরোধ নিরসনে প্রায় দু’মাস আগে দুজনেই বাংলাদেশে আসেন এবং গতকাল শুক্রবার সন্ধ্যায় ৭ টায় নিজ বাড়ীতে গন্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি বিচার-শার্লিস হয় । বিচারে  দীর্ঘদিনের জমিজমা বিরোধের অবসানও ঘটে কিন্তু রাত ১২টার দিকে  ভাতিজা গ্রেনেট চাচা মাইকেল রোজারিওকে গুলি করে । আহত অবস্থায় মাকেল রোজারিওকে ঢাকা মিডফোর্ট হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায় ।

 কেয়াইন ইউপি সদস্য নয়ন রোজারিও জানান,শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে আমি নিজে উপস্থিত থেকে তাদের দীর্ঘদিনের জমিজমা নিয়ে বিরোধ সমাধান করেছি কিন্তু রাত সাড়ে ১২ টার দিকে গেনেটের ছোট ভাই জনি রোজারিও  আমাকে ফোন করে জানাল গ্রেনেড কাকাকে গুলি করেছে।

সিরাজদিখান থানার ওসি তদন্ত মো.কামরুজ্জামান জানান,জমিজমা নিয়ে বিরোধের জেড়েই হত্যা করা হয়েছে বলে আমরা ধারনা করছি । তবে হত্যায় ব্যবহৃত একনলা বন্ধুক ও তিন রাউন্ড গলিসহ গ্রেনেট রোজারিওকে গ্রেফতার করা হয়েছে ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত