পঁচিশ লাখ টাকার ক্ষতি

সিরাজদিখানে আগুনে ৩ দোকান পুড়ে ছাই

  মাহমুদুর রহমান(তুরান)

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ১৪:০১ |  আপডেট  : ২৪ জানুয়ারি ২০২৫, ০৪:৫৭

মুন্সিগঞ্জ সিরাজদিখানে একটি মার্কেটে আগুন লাগার খবর পাওয়া গেছে। এতে তিনটি দোকান পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। আজ শনিবার (১৮ মার্চ) দুপুর ২.১৫ মি: দিকে উপজেলার ইছাপুরা- কুসুমপুর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ইছাপুরা ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল সংলগ্ন মার্কেটে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ মার্কেটের মোল্লা ফোর্মেসী ও অজিত ফর্মেসী ঔষধের দোকানে আগুন দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। আগুন তাৎক্ষণিক আশপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এতে বিক্রমপুর মেডিসিন কর্নার দোকানসহ তিনটি দোকানের মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ক্ষতি গ্রস্থ দোকানদারদের দাবি, ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে তাদের। তবে ফায়ার সার্ভিস বলছে, দোকানগুলোতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতি গ্রস্থ মোল্লা ফোর্মেসী ঔষধের দোকান মালিক মোঃ সোহরাব উদ্দিন মোল্লা বলেন, আমার দোকানের প্রায় দশ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এ দোকানের আয়ে আমার সংসার চলত। এখন পথে নেমে গেলাম। অজিত ফার্মেসীর মালিক অজিত পাল বলেন, আমার দোকানে প্রায় ৮ লাখ টাকার মালামাল ছিল। নগদ ১৫ হাজার টাকা ছিল। টাকা ও মালামাল পুড়ে গেছে। আমাদের তিন দোকানে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিক্রমপুর মেডিসিন কর্নানের মালিক রনেল শেখ বলেন,আমার দোকানে ১০/১২লাখ টাকার ঔষধ ক্ষতি হয়েছে। এদিকে সিরাজদিখান ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, আমরা আগুনে ক্ষতি গ্রস্থ দোকান থেকে কিছু মালামাল উদ্ধার করেছি। পাশাপাশি এসব দোকানে থাকা আরও প্রায় বেশ কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, দোকানের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত