সিরাজদিখানে অজ্ঞাতপরিচয় নারীর মুখে বালু ভর্তি মরদেহ উদ্ধার
প্রকাশ: ১২ মে ২০২১, ১৬:১০ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৫১
মুন্সীগঞ্জ সিরাজদিখানে কাঠালতলী ইয়াকুব আলী মোড়ল ইনস্টিটিউট এলাকার একটি নব নির্মিত দালান থেকে অজ্ঞাতনামা (২৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১২ মে) দুপুর সারে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সিরাজদিখান থানা পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বেলা ১১টার দিকে খবর পেয়ে সিরাজদিখানে জৈনসার ইউনিয়নের কাঠালতলী ইয়াকুব আলী মোড়ল ইনস্টিটিউট এলাকার সাকিল মৃধার একটি নব নির্মিত দালানের ভীতর থেকে অজ্ঞাতনামা নারীর মুখে বালু ভর্তি অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পেলে জানা যাবে। তাৎক্ষণিকভাবে অজ্ঞাতপরিচয় নারীর কেউ পরিচয় নিশ্চিত করতে পারেননি। হত্যার প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত