সিরাজদিখানের সন্তোষপাড়া শ্রী শ্রী গৌড় নিতাই মন্দিরে বার্ষিক নামযজ্ঞানুষ্ঠান ও উৎসব

  সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৭ মার্চ ২০২২, ১০:১৫ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১১:২১

সিরাজদিখান উপজেলায় রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া শ্রী শ্রী গৌড় নিতাই  মন্দিরে  আগামী কাল মঙ্গলবার শেষ হবে বিশ্বের সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় বার্ষিক ৫৬ প্রহল নামযজ্ঞানুষ্ঠান ও উৎসব। আগামীকাল মঙ্গলবার সমাপনী দিনের আগে আজ সোমবার আখড়া চত্বরে ছিল গ্রামীণ মেলাসহ নানা আয়োজন। ৫৬ প্রহর নামযজ্ঞানুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্যে ছিল গীতা পাঠ, মহানামযজ্ঞের অধিবাস, তারকব্রহ্ম নামসংকীর্তন, রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন, কুঞ্জভঙ্গ, মহন্তের ভোগরাগ ও অপরাহ্নে প্রসাদ বিতরণ। নামযজ্ঞানুষ্ঠান ও উৎসবের দিন প্রায় ৩ হাজার ভক্ত মহাপ্রসাদ আস্বাদন করেন। 

অনুষ্ঠানে সোমবার উপস্থিত ছিলেন সিরাজদিখান পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি গোবিন্দ দাস পোদ্দার,সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ,রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট আবু সাঈদ, ডা: দেবব্রত ঘোষ সমীর, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ^জিৎ ঘোষ,নারায় চন্দ্র পাল,জ্ঞানদিপ ঘোষ,সাধান চন্দ্র দাস। নামযজ্ঞানুষ্ঠান কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত ঘোষ বলেন, এবারের নামযজ্ঞানুষ্ঠান ও উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের স¤প্রীতি বৃদ্ধি আর হিংসা দূর করার আহবান জানানো হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় অনুষ্ঠানে মুন্সিগঞ্জসহ সিরাজদিখান উপজেলার হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে সব ধর্ম-বর্ণের নারী-পুরুষ-যুব ও শিশুরা অংশ নিয়ে আন্দোলিত করে মাতিয়েছেন এলাকাকে। অনুষ্ঠানের অর্থ সম্পাদক ডা: দেবব্রত ঘোষ সমীর বলেন, ৪৭ বছর যাবৎ সন্তোষপাড়াতে মহানাম সংকীর্ত্তন হচ্ছে। কৃষ্ণকৃপায় আমাদের কোন সমস্য হয়নি। সার্বজনীন সন্তোষপাড়া শ্রীশ্রী গৌড় নিতাই মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্ম প্রাণ ভক্ততের মহামিলন মেলা অনুষ্ঠিত হয়। সাতদিন অনুষ্ঠানে প্রায় ১৫ লাখ টাকা খরচ হয়। সম্পূর্ণ টাকা ভক্ততের অনুদান মাধ্যমে আসে। আমাদের  নিজস্ব কোন ফান্ড নেই। আমাদের গ্রাম ও এলাকার সকল পেশার মানুষ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন। 

অনুষ্ঠানে এসে সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান সাংবাদিকদেরকে বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। বাংলাদেশের মানুষ ধর্ম প্রাণ। এখানে সৌহার্দ স¤প্রীতি রয়েছে। প্রেম ও প্রার্থনার কাছে বাংলাদেশের মানুষ কতটা নিবেদিত, এই সন্তোষপাড়ায় এসে বুঝা যায়। তা নিয়ে গল্প ও গর্ব করার অনেক কিছুই আছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত