মেয়াদোত্তীর্ণ কালভার্ট দুটি দীর্ঘদিনেও পুনর্নিমাণ করা হয়নি
সিরাজদিখানের শুলপুরে ঝুঁকিপূর্ণ কালভার্ট
প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ১০:৫২ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৪:০৫
মেয়াদোত্তীর্ণ দুটি কালভার্ট, তবুও প্রতিদিন শত শত যানবাহন কালভার্ট দুটির ওপর দিয়ে চলাচল করছে মারাত্মক ঝুঁকি নিয়ে। যে কোনো সময় কালভার্ট দুটি ভেঙে খালের উপর পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। দীর্ঘদিন মেরামত না করায় কালভার্ট দুটি আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নিচের দিকে ঝুঁকে শুরু করছে। কালভার্ট দুটির খুঁটি ও রেলিং থেকে প্লাস্টার খসে খসে পড়ছে।
সরেজমিনে দেখা যায়, সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর এলাকায় রয়েছে এমন দুটি সরু ও ঝুঁকিপূর্ণ কালভার্ট। নিমতলা-শেখরনগর-রাজানগর এলাকায় ইছামতি নদীর শাখার ময়নার খাল উপর যাতায়াত এই রাস্তা দিয়ে বেড়েই চলেছে। তবে ব্যস্ততম পুরনো সড়কের উপর এমন মেয়াদোত্তীর্ণ কালভার্ট দুটি দীর্ঘদিনেও পুনর্নিমাণ করা হয়নি। সেতুটির রেলিং ও পিলার ভেঙে গেছে। একটু বড় যানবাহন পারাপারের সময় কালভার্ট দুটি কেঁপে ওঠে। সেই সাথে খসে পড়ে রেলিং এর প্লাস্টার।
কেয়াইন ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোয়াজ্জেম শেখ বলেন, সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিদিন প্রায় ১০টি গ্রামের হাজার হাজার লোকজন ও শতশত যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। যে কোনো সময় কালভার্ট দুটি ভেঙে খালের উপর পড়ে যেতে পারে। এতে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। জীবনের ঝুঁকি ও জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য সেতুটি পুনরায় মেরামত করা প্রয়োজন। অথবা বিকল্প কোনো রাস্তা বের করা উচিত জনপ্রতিনিধিদের।
আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রী কলেজের প্রভাষক রাজীব তালুকদার জানান, কালভার্ট দুুুুুটি অনেক আগে নির্মাণ করা হয়েছিলো। এখন মেরামত বা ভেঙে পুনরায় নির্মাণ করা প্রয়োজন। তাছাড়া যে কোনো সময়ে ভেঙে পড়তে পারে।
এ বিষয়ে কেয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশ্রাফ আলী বলেন , এলাকার প্রায় ২৫-২৬টি গ্রামের লোকজন এ কালভার্ট দিয়ে যাতায়াত করে। বর্তমানে কালভার্ট দুটির অবস্থা বিপজ্জনক। এগুলোকে সংস্কার করা খুবই জরুরি। কালভার্ট দুটি নতুন করে তৈরি করার জন্য আমি একটি প্রকল্প দিবো। এতে এলাকার লোকজনের কষ্ট লাঘব হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত