সালথায় সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু

  ফরিদপুর প্রতিনিধি:

প্রকাশ: ২৬ মে ২০২২, ১২:৫৩ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ০৪:১২

ফরিদপুরের সালথা উপজেলার খারদিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আসাদ শেখ (৪৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আসাদ উপজেলার খারদিয়া গ্রামের হাসেম শেখের ছেলে বলে জানা যায়।

বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০ টার দিকে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (২৫ মে) দিনগত রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে একই ঘটনায় গত ৫ মে সিরাজুল ইসলাম (২৭) নামে একজন নিহত হয়। নিহত সিরাজুল উপজেলার খারদিয়া ঠাকুরপাড়া এলাকার ইশারত মোল্যার ছেলে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত