সারেঙের খোঁজে

  জহির খান

প্রকাশ: ৯ জুন ২০২১, ১০:২৮ |  আপডেট  : ৬ মে ২০২৫, ১৩:৪৬

হোল্ডিং নাম্বার ঠিক মনে নেই- কি হয় বলো
মনে আছে গায়ের রঙ খুলা ছাদ কলিং
কতদিন দেখিনা কেমনে দেখবো বলো!

দেখতাম খাইতাম মনে মনে কইতাম
হুদাই ভাব নিতাম বর্গমূল চিহ্নের মতো
উপুর হইতে দেখি কি! দেখি না বলি

এখন আর ওদিকে যাইনা
মিস করি ঠিক ঠিক- তুমি

ভাবতাম তুমি একদিন আসবা আমাদের বাড়ি

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত