সারাদেশে আরও ছয়জনের মৃত্যু, শনাক্ত ১৫১

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ১৭:৫৫ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯১৮ জনে।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৫১ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ২৭৮ জনে।

শনিবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশের ল্যাবরেটরিতে ১৩ হাজার ৭৩১টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৫৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ।

দেশে এ পর্যন্ত করোনা শনাক্তে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি পাঁচ লাখ ৭৬ হাজার ২৭৩টি।গত বছর অর্থাৎ ২০২০ সাল থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৮৭ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৯২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৩০৩ জন।

বিভাগওয়ারি হিসাবে মৃত ছয়জনের মধ্যে ঢাকায় তিনজন এবং চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় একজন করে করোনায় মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত