সারদেশে আবার কমতে পারে তাপমাত্রা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ১৩:২৬ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৬

গত ২৪ ঘণ্টায় দেশের ২৬টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টায় অনেক জায়গায় শৈত্যপ্রবাহ কমে যাবে। রাজধানীসহ দেশের সর্বত্র আগামী দুই দিন তাপমাত্রা কিছুটা বাড়বে। তারপর আবার শীত জেঁকে বসতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, আগামী দুই দিন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তারপর আবার শীত পড়বে। ১৪ থেকে ১৫ জানুয়ারির পর শীত বাড়তে পারে।

গত কয়েক দিনের মতো আজ সকাল থেকেই রাজধানীতে ঝলমলে রোদ দেখা যায়। এমনটা আরও কয়েক দিন চলবে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তার কাছাকাছি এলাকায় ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু এলাকায় শৈত্যপ্রবাহ কমে যেতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি এবারের শীতের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানান আবহাওয়াবিদ ওমর ফারুক।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত