সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন
প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ২০:৩১ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৮:৪২
শারদীয় দূর্গা উৎসবে সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় আইন ও শালীস কেন্দ্রের সহযোগিতায় হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরামের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম, বাগেরহাট জেলা সভাপতি মোঃ কামরুজ্জামান, সদস্য আম্বিয়া খাতুন, প্রভাষক হেমায়েত হোসেন খোকন, নার্গিস আরা লিনা, তৈফুননাহার, শিল্পি আক্তার, সাংবাদিক আজমল হোসেন, ইয়ামিন আলী, হেদায়েত হোসেন লিটন প্রমুখ। বক্তারা বলেন, এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে কোন সাম্প্রদায়িকতা মাথা চারা দিয়ে উঠতে পারবে না। আমরা চাই যারা পূজাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছেন তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান বক্তারা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত