সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মেহেরপুর জেলা যুবলীগের শান্তি ও সম্প্রীতি র্যালি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২১, ১০:২৫ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ১৮:২২
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি’র নির্দেশনায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি র্যালি এবং সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল বাজার মোড় ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পৌর কমিউনিটি সেন্টারের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান,সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবলীগের আহবায়ক কমিটি সদস্য সাজেদুর রহমান সাজু, ইয়ানুস আলী, আমানুর রহমান সোহেল, মাহাবুব হাসান ডালিম, সাইদুর রহমান উজ্জল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, বর্তমান সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমে, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন প্রমুখ। এসময় যুবলীগের নেতা-কর্মীরা র্যালি এবং সমাবেশে উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত