সাফজয়ী তিন ফুটবলকন্যাকে রাঙামাটিতে গণসংবর্ধনা

  রাঙামাটি প্রতিনিধি:

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১৬:১৫ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:০৮

সাফ নারী চ্যাম্পিয়নশিপ বিজয়ী পাহাড়ের তিন ফুটবলকন্যা; ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও রূপনা চাকমাকে জাঁকজমকপূর্ণ আয়োজনে রাঙামাটিতে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। 

শনিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাঙামাটি চিং হ্লা মং মারি স্টেডিয়ামে জেলা প্রশাসন, সেনাবাহিনী রিজিয়ন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ, জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে এই গণসংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসন, সেনা রিজিয়ন, জেলা পরিষদের পক্ষ থেকে ৩ জন খেলোয়ারকে ৩ লক্ষ করে মোট ৯ লক্ষ টাকা ও স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রি. জেনারেল শওকত ওসমান, জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক খেলোয়ারকে ৫০ হাজার টাকাসহ সম্মাননা স্মারক প্রদান করেন পৌরসভা প্রশাসক নাসরিন সুলতানা। জেলা বিএনপির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো: মামুনুর রশিদসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। জামায়াতের পক্ষ থেকে দলটির জেলা আমির আব্দুল আলিম ও সেক্রেটারি মনসুরুল হক তাদের সম্মাননা স্মারক প্রদান করেন। এ ছাড়া স্থানীয় বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

গণসংবর্ধনা অনুষ্ঠানের আগে সকাল ১০টায় রাঙামাটির ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সুসজ্জিত তিনটি ট্রাকে করে সাফজয়ী ঋতুপর্ণা, মনিকা ও রূপনাসহ তাদের প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ফিফার রেফারি ও রাঙামাটির কৃতি সন্তান জয়া চাকমাসহ পুলিশের ব্যান্ড পার্টি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা রেব করা হয়। গাড়ির বহরে সঙ্গে শতাধিক মোটরসাইকেল বাংলাদেশ পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। গাড়ি বহরটি ঘাগড়া থেকে শহরে প্রবেশ করে পুরো শহর প্রদক্ষিণ করে বনরূপা হয়ে মারি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে স্থানীয় শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত