সান লাইফ বীমার টাকা ফেরতের দাবীতে কাউনিয়ায় মানববন্ধন
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২১, ১৮:৩৭ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৩:০০
কাউনিয়ায় সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের গ্রাহকরা তাদের পলিসিতে জমাকৃত প্রায় আড়াই লক্ষ টাকা ফেরতের দাবীতে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধন কর্মসূচি পালন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহ্মিনা তারিন কে একটি স্মারক লিপি প্রদান করা হয়। স্মারক লিপিতে বলা হয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা ও সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর কাউনিয়া শাখার ম্যানেজার কাউনিয়া বাস স্টান্ড এলাকার বাসিন্দা আব্দুল হান্নানের পুত্র মোঃ হাকিমুল ইসলাম হীরা বিভিন্ন এলাকার অর্ধ শতাধিক মানুষ কে ১০/১২ বছর মেয়াদী, জি-০৪ ও ডিপিএস প্রিমিয়ার বীমা পলিসির গ্রাহক তৈরি করে বিভিন্ন সময়ে পাশ বইয়ের মাধ্যমে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা উত্তোলন করে গাঁ ঢাকা দিয়েছে। এখন সে গ্রাহকের পলিসির জমা কৃত টাকা ফেরত দিচ্ছে না। একাধিক বার যোগাযোগ করে তার কাছে টাকা ফেরত চেয়ে কোন ফল পাইনি বীমা গ্রাহকরা।
মানববন্ধন কর্মসূচি পালন কালে বক্তারা বলেন সরকারী ভাবে বিষয়টি হস্তক্ষেপ করে গরীব অসহায় গ্রাহকদের জমা কৃত টাকা ফেরতের দাবী জানিয়েছেন তারা। এসময় বক্তব্য রাখেন বীমা গ্রাহক কাইউম, কমলা রাণী, দেলোয়ার, মাজেদা, কুলছুম প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত