সাতক্ষীরায় গ্রামে ফিরেছেন সাফ চ্যাম্পিয়ন মাসুরা
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪২ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮
সাতক্ষীরার বিনেরপোতা গ্রামে ফিরেছেন সাফ চ্যাম্পিয়ন দলের নারী ফুটবলার মাসুরা পারভীন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে তিনি সাতক্ষীরায় পৌঁছান। এসময় তাদে দেখতে মাসুরার বাড়িতে ভিড় জমে।
এসময় মাসুরা পারভীন বলেন, সাফ জয়ের পর ২০ দিনের ছুটিতে গ্রামের বাড়িতে আসা। এবার বাড়িতে আসার অনুভূতিটা প্রকাশ করার মতো নয়। বাবা-মায়ের কাছে আসার ইচ্ছা থাকলেও ঠিকঠাক আসার সুযোগ হয় না। এত বড় একটা জয়ের পর এবার গ্রামে খুব ভালো লাগছে।
মাসুরা বলেন, বোনকে নিয়ে মেলায় যাব। তাছাড়া পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
মাসুরার বাবা রজব আলী বলেন, মাসুরার এমন জয়ে আমরা খুশি। একের পর এক মানুষ আসছেন। সবাই আনন্দ করছে। স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্যসহ এলাকাবাসী মাসুরাকে সংবর্ধনা দেওয়ার জন্য এতদিন অপেক্ষায় ছিলেন।
লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাসুরাকে সংবর্ধনা দেওয়া হবে। তাছাড়া এলাকাবাসীও সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির জানান, সাফ জয়ী মাসুরাকে আগামী রোববার সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। তাছাড়া মাসুরার সঙ্গে কথা বলে তাকে সার্বিক সহযোগিতা করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত