সাকিবকে রাখল না কলকাতা, মোস্তাফিজকেও ছেড়ে দিল রাজস্থান

  স্পোর্টস ডেস্ক:

প্রকাশ: ১ ডিসেম্বর ২০২১, ১১:০১ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৬:৫৯

লখনউ ও আহমেদাবাদভিত্তিক নতুন দুই দল যুক্ত হওয়ায় প্রায় দুই মাস স্থায়ী হবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ১৫তম আসরকে সামনে রেখে চূড়ান্ত হয়েছে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির রিটেনশন তালিকা। সেখানে প্রকাশ হয়েছে, আইপিএল নিলামের আগে কে কোন দলে থেকে গেলেন।

কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। অন্যদিকে কাটার মাস্টার মোস্তাফিজকেও ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। কলকাতা অবশ্য শুধু সাকিবকে ছেড়ে দিয়েছে বললে ভুল হবে। তারা রাখেনি ইয়ন মরগান ও ভারতীয় ব্যাটার শুবমান গিলকেও।

যদিও নাইট কর্তৃপক্ষ রেখে দিল ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল (১২ কোটি), বরুণ চক্রবর্তী, (৮ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি) এবং সুনীল নারাইনকে (৮ কোটি)। নিলামে তাদের হাতেও থাকছে ৪৮ কোটি রুপি।

ডেভিড ওয়ার্নার, রশিদ খান ও ভুবনেশ্বর কুমারকে বাদ দেওয়া সানরাইজার্স হায়দরাবাদের হাতে নিলামে থাকবে ৬৮ কোটি রুপি।

মোস্তাফিজকে বাদ দেওয়া রাজস্থান রয়্যালস রাখল সঞ্জু স্যামসন (১৪ কোটি রুপি), জস বাটলার (১০ কোটি রুপি), যশস্বী জয়সওয়ালকে (৪ কোটি রুপি)। নিলামে তাদের হাতে থাকবে ৬২ কোটি রুপি।

এ ছাড়া দিল্লির হাতে থাকছে ৪৮ কোটি রুপি, চেন্নাইয়ের হাতে থাকছে ৪৮ কোটি রুপি, পাঞ্জাবের হাতে থাকবে ৭২ কোটি রুপি, মুম্বাই ইন্ডিয়ানসের হাতে থাকবে ৪৮ কোটি রুপি ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হাতে থাকবে ৫৭ কোটি রুপি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত