সাউথ ইস্ট ব্যাংক চেয়ারম্যানের দুর্নীতির অভিযোগ: তদন্তের নির্দেশ হাইকোর্টের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ১৪:০৬ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬

সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। দুদকের পক্ষে খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

এর আগে ১ অগাস্ট একটি জাতীয় দৈনিকে সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের দুর্নীতি নিয়ে ‘এক চেয়ার ১ লাখ ৪০ হাজার’ শিরোনামে প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত