সাংবা‌দিক রো‌জিনার বিরু‌দ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মাদারীপুরে মানববন্ধন

  মাদারীপুর প্র‌তি‌নি‌ধি

প্রকাশ: ১৯ মে ২০২১, ১২:৫০ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ২১:১৫

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও তাকে হেনস্তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে মাদারীপুরের সাংবাদিকরা। 

বুধবার সকা‌লে ‌জেলা প্রশাস‌কের বাস ভব‌নের সাম‌নে মাদারীপুর জেলা সাংবা‌দিক কল্যাণ সমি‌তির উ‌দ্যো‌গে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন ক‌রে‌ছে। 

এ সময় বক্তরা বলেন, সাহসী সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে তার বিরুদ্ধে মিথ্যে অপবাদে মামলা এবং তাকে কারাগারে পাঠানোর ঘটনা গোটা দেশের মানুষের কাছে আজ লজ্জার। সবাই স্বাস্থ্য বিভাগকে ধিক্কার জানাচ্ছে। সরকারের কাছে দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ ও বিচারের আওতায় আনতে হবে। তাদের জবাবদিহি করতে হবে। কোন ভাবেই এই নেক্কারজনক ঘটনা কোন সরকারি আমলাকে ছাড় দেওয়া যাবে না।

এ সময় বক্তব্য রাখেন, মাদারীপুর স‌চেতন নাগরিক ক‌মি‌টির সভাপ‌তি খান মো. শহীদ, মাদারীপুর সাংবা‌দিক কল্যাণ স‌মি‌তির সহ সভাপ‌তি সুবল বিশ্বাস, সাধারণ সম্পাদক এম.আর.মুর্তজা, সহ সভাপতি শফিক স্বপন, ‌দিক নেতা বেলাল রিজভী, রিপনচন্দ্র ম‌ল্লিক, ফায়েজুল শরিফসহ অন্যরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত